তারিখটা মনে নেই ঠিকঠাক
তখন তুমি হয়তো-
উড়াল দেবার ক্ষন গুনছ।
ঘুমিয়েছো বা জাগ্রতই
এলেবেলে কোন ভাবনা ভাবছ।
এদিকে ঝিঁ-ঝিঁ পোকার দল
আমার চারপাশে ঘিরে ধরেছে-
আমি ব্যকুল, আমি উদ্বিগ্ন
পেয়েছো কিনা জানিনা-
আমার “নিমন্তন্ন”।
তবু অপেক্ষা
নিকষ কালো আঁধার ফুঁড়ে
জলমলে ঊষার তীব্র আকাঙ্খা।
হঠাৎ আঁৎকে ওঠা
এই বুঝি? নাহ!
দূরে কোথাও রাতজাগা
কোন পাখির ডানা ঝাপটানো
আর্তচিৎকারে- “সম্বিৎ ফেরা”।
বাতাসে তোমার শরীরের গন্ধ;
জোনাকীরা তোমার চোখের তারা।
চাঁদটা আজ চালাকী করে-
সন্ধেতেই লুকিয়েছে
ঘুটঘুটে আঁধারে; একা আমি
চেনা পথের অচেনা পথিক
ফিরে চলেছি অজানা পথে।