বর্ণমালারা সব মাকে ঘিরে ধরেছে
দ্বীর্ঘশ্বাসী মাকে প্রবোধ দেবার চেষ্টা করে ওরা
মা' তুমি কেঁদোনা,
কেহ বলে অামিই তোমার জব্বার
কেহ সালাম, রফিক, বরকত
অামাদের প্রানের দামেই তুমি
বাংলায় মা, বাংলার মা,
তোমার সন্তানেরা সব বর্ণমালা হয়ে অাছে
বই এর পাতায়,
স্ব-গৌরবে উচ্চারিত হয়
বিশ্ব সভায়।