মিইয়ে যাওয়া জোছনায়
নিঝুম রাতের নিশিকুঞ্জে
কিছু পাখি সঙ্গমরত......
একলা পাখির চিৎকারে চৌচির
বিধাতার অলীক বন্ধ্যা প্রাচীর !

সঙ্গমেচ্ছায় ভ্রমর ঘেঁষে ফুলে
আঁ..আঁ বলে ফুল ওঠে দুলে;
মৌ হারালে ফুল ভাসে অকূলে !
জোছনায়-জলে অমোঘ সঙ্গম
ধরণী না বুঝিতে পারঙ্গম !
শরীর ছোঁয়না ছোঁয় মন
বৃথা না যায় জন্মান্তরের ধন,

প্রেমিক যে জন জাগিয়া নিশি
পাশে ফেলিয়া বাঁশের বাঁশি
আঁখি বুঝিয়া করে ভাবের সঙ্গম,,
দ্বীপ নিভিলে আঁধারে ঘিরে
রাতপোকারা সেথা অযথা ভীড়ে
ভাবুক যে জন; ত্যাগীতে সে সক্ষম।