কাঁকড় বিছানো পথ;
তুমি জানতে
তবু এলে। কেন এলে?
এক পা দুই পা করে
অনেকটা পথ
মাড়িয়ে দিলে। কেন দিলে?
এলে, হাত ধরলে, গান করলে
কেন করলে?
ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে?
বেলাতো প্রায় শেষ
ভাবনি তা?
এখন; পারবে কি টানতে?
দাঁতে থেঁতলানো ঠোঁট
নাক ফোলানো শ্বাস
কি চাহ আর বলতে?