সুঁতোর উপর হাঁটতে
ধপাস করে পড়তে
তুমি পেলে ভয়,
প্রেমের রীতি তবে; তুমি জানোনাই.. .. ..
সমাজ কাঁটায় বিঁধতে
নিশি জেগে কাঁদতে
তুমি রাজি হলেনা,
প্রেমের নীতি তবে; তুমি মানোনাই.. .. ..
তোমার লাগি গান বাঁধলাম
কত নিশি একাই জাগলাম
তুমি তাতে সুর দিলেনা,
প্রেমের গীতী তবে; তমি জানোনাই.. .. ..
কাঁদলে আমি তুমিও কাঁদবেে
একই সুরে সুরও বাঁধবে
নিজের কথা নিজেই রাখলেনা,
প্রেমের প্রীতি তবে; মনে রাখোনাই.. .. ..
কেমন আছি খবর নিলেনা
নেওয়া মনটা ফিরিয়ে দিলেনা
নিয়ম-প্রথা কিছুই মানলেনা,
প্রেমের স্মৃতি তবে; তুমি ভাবোনাই.. .. ..।