ক্ষুধার দেওতা বড় দেওতা
কাযা চলেনা তার পূজা
পূণ্য হলেও অঢেল বস্তা
নিত্য সহেনা একাদশি রোজা,
অমৃতের কথা দূরেই থাক
পেট ভরাতো অাপাতত চাই
রাজভোগ সব রাজারা খাক
ক্ষুধার পূজার শিক্ষা তাই !
পূজার ছলে কলা কৌশলে
ব্রাহ্মণ মাগে সদা ভিখ্
শুদ্রের পেটে অাগুন জ্বলে
পাতলে হাত জোটে ধিক্ ,
জুম্মায় শিড়নি মন্দিরে প্রসাদ
অার যোগীর ভাষায় অন্নসেবা
বচনামৃত অার যত প্রবাদ
ক্ষুধার ঊর্ধ্বে অাছে কেবা?
চুরির ধনে করলে দান
মন্দির হয় কিনা পাক !
রাখতে যেয়ে দেবতার মান
কাঙ্গালের পেট পুড়ে খাঁক্ ,
মনুষ্য দেওতার করলে পূজা
জাত বাঁচবে তোমার অাপনে
স্বর্গের সড়ক পাবে সোজা
পৌঁছে যাবে তাহে স্বপনে।