পারু কারো কনে বৌ
দেবদাস জ্বলে চিতায়
ক'ফোঁটা অাঁখিজলে
চিতার অাগুন কি নিভায়?
নিভেনা কভু নিভেনা
নিয়তিও তাই তারে ক্ষমেনা,
মন্দিরেও কয়নি কভু "নমো" না
ভড়ং-এ দেখায়নি সাধুতার নমুনা,
দোষী দেবা; বড়ো চঞ্চল
পারু'র বুকেতে 'না'
মরা দেবা'র দেহটি তাই
বিধির জমিনে পুড়তে মানা,
এ পৃথিবী তার নয়
ভাল'ই ছিল তার জানা
তাই অলক্ষ্যে দেয়নি সে
কারো সুখের ঘরে হানা,
চন্দ্র বেশ্যা; অস্পৃশ্যা
দেবদাসের তাতে কি?
পার্বতী'তে পেলনা যা
দিল বেশ্যার ঝি,
চন্দ্র'র বুকেতে রেখে মাথা
ব্যথাসব উগরে দিল ঢালি
নারীত্ব'রে শিখরে তুলে ধ'রি
চন্দ্র নিল সব অাকন্ঠ গিলি,
বাবা গেল স্বর্গে তার
মা বাঁচলো গিয়ে কাশি
পার্বতী গিয়ে কনেবৌ হলো
চিতায় বাজে বিদায় বাঁশি,
জন্মে সুবোধ জীবনে অবোধ
কেহ নাহি তারে দিল প্রবোধ
গ্লাসে ঢালি জনমের ঋণ
মরনে করে গেল বুঝি শোধ।
(শরৎচন্দ্রের ‘দেবদাস’ অবলম্বনে)