এই যে; হুনুইন, এমু‌হি চাইন,
কতা কইবার পারুইন্না
তে সাম‌নে অাহুইন কে‌রে?
অা‌মি কি বাঘ? না ভাল্লুক,
অত কুঁৎ পারুইন্না যে;
যেডা কইবার কয়াহালাইন,
এরুম তামশা দেহ‌নের সুমায় নায় কইলাম,
অাজাইড়া; বে‌স্তি ক‌রে হুদাই।

অামা‌রে ছাড়া বাঁচপাইন্না তে মরুইন্না কে‌রে?
উমম ! বাঁচ‌পোনা,
এরহম কত দেখলাম !
ঢ-অ-ং,,,
নি‌জে খাইবার যোগার নাই, বিয়া !
খাড়ইয়া থাহুন্না‌যে, রাস্তা মাফুইন
মজগ কইলাম গরম অইতা‌ছে,

খাড়ায়া খাড়ায়া চো‌হের পা‌নি ফাল‌লে
লাভডা কি অই‌বো? হু‌নি?
অামরার মুন অ‌তো সহ‌জে গ‌লেনা,
বুঝতাম পারছুইন?
যত ফ‌হি‌ন্নি মার্কা অালাপ !

কু‌নো হিসাব অা‌ছে? কইন‌ছে !
সমাজটা কি? সংসারটা কি?
মাথায় জুবজুইবা ত্যাল দি‌য়্যা
খা‌লি ঘুরুইন‌তো,
ট্যার পাইন্না‌তো কিছু,
বে‌স্তি প্যাঁচাল পারার পাইতামনা,
টিপ্ মাইরা কাইটা পড়ুইন
অা‌মি গ্যালাম, হুদাই ডাহুইন্না যে।