অামিও ভালোবাসতে জানি খুব করে
একথা নেহার বিশ্বাস করতে চাইলোনা মোটেও,
পার্কের কোণায় কংক্রিটের বেঞ্চে বসে
লেক-এর পানিতে নিষ্পলক দৃষ্টি
কন্ঠে বিশ্বাসহীনতার গুনগুনানী,
শত প্রশ্নেও নিরুত্তর,
ফেলে দিয়ে লাজ
এসেছে কেন অাজ?
কে জানে?
কোনটার কি মানে,
মরুর বুকে ঝর্ণা বহাতে পারি খুব করে
একথা নেহার মানতে রাজি নয় মোটেও,
হঠাৎ ঝাপটা হাওয়ায় ধেয়ে অাসা
পাথরকণা চোখে ঢুকে গেলে;
ওড়নার কোণা পেঁচিয়ে
স্বযতনে ওটা অানতে গেলে
চোখে চোখ পড়লে
দিব্যি দেখা গেল
নেহারের দু-চোখ ছলছলে,
কে জানে?
কোনটার কি মানে,
অামিও গীত গাইতে পারি খুব করে
একথা নেহার শুনতে রাজি নয় মোটেও,
বিগত্ পরিমান ফাঁক রেখে বসা
হঠাৎ গায়ে গা ঘেঁষে
হাতে হাত পিষে
কাঁধে এলিয়ে মাথা
একেকটা বাদাম খোসা ছাড়িয়ে
মুখের কাছে ধরে অাগ বাড়িয়ে,
কে জানে?
কোনটার কি মানে।