ঐ.....যে, ঐ তারা'টা
লালের ভীরে নীল গাঢ়'টা,
সবচে' যেটা দূরে.....
অারো দূরে; অারো-
তুমি যে দূরে তারও,
মাটির কুটির হেলায় তুমি
বসত করো চন্দ্রপুরে
অত দূরে থেকেও তুমি
ঢেউ তোল ক্যান্ সুমুদ্দুরে?
উথলি ঢেউয়ের শীতল ছোঁয়া
ছোঁয়না তোমার চন্দ্রপুরে
তাই বলেই কি খেলায় মাতো
ঢেউ তোলে সেই সুমুদ্দুরে?
নীল সাগরে খেই হারিয়ে
ভাসে মাঝি স্রোতের তোরে
কপাল মন্দে গায় যে গান
পোষা পাখি অচিন সুরে।