সুখ পাখির উদরে
সব ডিম নীল হয়;
পাখি জানে-
অাবার জানেওনা !!!
ক্রমান্বয়ে কেন বেড়ে চলে ?
কিছু ব্যথা রক্তে মিশে ঝরে যায়
অন্তরালে.....
কিছু ব্যথা মিশে মঞ্জরী হয়
সঙ্গম কালে.....
জমাট বাঁধতে বাঁধতে অারক্ত হয়ে
কিছু ব্যথা নীল ডিম হয়
সুখ পাখির উদরে.....
জ্যামিতিক হারে প্রসবিত হয়
ডিম হতে অারো ডিম
পুঞ্জিভূত নীলের অতল গহ্বরে।