অসীম এই অাকাশটা বানাইছে ক্যাঠা
হেইডা কি বেটি; নাকি অাবার ব্যাটা?
মেন্দির মায়ের মাথাটা ঘুরপাক খায়
মাথা চুলকায় অার দুইদিক নাড়ায়,
কইবার পারবি কি তোরা কেউ?
পানিতে কেন হঠাৎ উঠে ঢেউ?
পাতালের অারো তলে কি অাছে
তার তলে? অারো তলেও তো কিছু অাছে !
তলের তল্ খুঁজবার কি কেউ অাছে?
একেক রকম ফল ধরে একেকরকম গাছে !
ভিন্ রকমের ফুলে ফুলে ভিন্ রকমের মৌ
ক্যাঠায় দিছে এইসব ভাইবা দেখছস্ কেউ?
মেন্দির মায় কয় খেরখেরা গলার গানে
রাইতখান যদি না পোহায়, কি অইবো, কে জানে?
ধর; বেইলডা যদি আর না ওঠে পূবে
তাছাড়া ছয়-সাতদিন যদি একটানা না ডুবে !
পান খায় আর করে গুনগুন, কয় হুন, হুন
দৌড়াদৌড়ি কইরা সব অইয়া যাবো খুন
একটানা জাইগাই থাকবো নাকি পাড়বো ঘুম?
এই দুনিয়াডাই নিয়া তগো কামড়াকামড়ির ধুম !
মেন্দির মা'য় অাকাশপানে চায়
দীর্ঘশ্বাস ছেড়ে বলে হায়রে হায়;
কি অাছে অাকাশের ঐ পাড়ে
চন্দ্র-তারা থরেথরে, তার উপরে?
হু-উ-ম কয় অার উকুন মারে
ক্যাডায় জানি কলকাঠি নাড়ে,
হোসেন অালী সরকারে কইছে
যারা গেছে তারা কেউ ফিরা অাইছে?
হুদাহুদি তোরা করস্ কেরে কামড়াকামড়ি
যাইবার কালে নিবি কি দেখ্না একবার বিচারি
কেউতো নিশ্চয় দেখবার জন্যে অদৃশ্যেই অাছে
যার জন্যই চন্দ্র সূর্য মিল্লা-জিল্লা চলতাছে।