এক অর্থে এই মন্দের ভালো
সখি হয়েছে মোর পর
জীর্ণ কুটিরে জ্বলেনি অালো
অাঁধারে ভরা মোর ঘর,
অন্ধকারের যে এত রূপ
থেকে যেত সব অদেখা
নিয়তি না হলে বিরূপ
হতোনা মোর পদ্য লেখা,
লাল কাফনে হয়েছে দাফন
কিশোর প্রেমের নির্মল অাশা
অাপনা অামার হয়নি অাপন
নিয়তি খেলেছে উল্টো পাশা,
দ্রোহের কবি জন্ম নিয়েছে
নিপাট সমাজি'র জড় জঠরে
অর্জিত-অর্পিত সব খুঁয়েছে
সাধ-স্বপ্ন সব গেছে কবরে,
তোমায় পেলে সংসারী হয়ে
হয়তো হতাম কোণায় বন্দি
এখন বেড়াই পথে গেয়ে
অাকাশের সাথে করি সন্ধি।