কালো কুয়াশা'য় ঢাকা পড়েছে
স্বপ্নে সাজানো অাশাগুলো
দিনে দিনে শুধু পুরো হয়েছে
স্বপ্ন-ঢাকা অবিশ্বাসী ধূলো,
স্মৃতির ক্যানভাসে অানমনে
অাঁকতে গেলে পুরনো ছবি
মধ্যাকাশে উদিত মধ্য গগনে
কালো কুয়াশা'য় ঢেকে দেয় রবি,
মনের কোণে জমে থাকা সুর
গাইতে গেলে নিভৃতে কভু
কালো কুয়াশা অাগবাড়িয়ে এসে
রাঙ্গিয়ে চোখ থামিয়ে দেয় তবু,
নিজের সাথেই কইতে গেলে
জমে থাকা সব না বলা কথা
কালো কুয়াশা'য় খুঁচিয়ে তলে
জাগিয়ে তোলে অতলের ব্যথা,
কষ্টে বুনা জীবনের বুনন
হিংসে করে কালো কুয়াশা
সদা জ্বালিয়ে জ্বলন্ত উনুন
পুড়িয়ে দেয় মোর সকল অাশা।