আমি আসবো
তুমি জানালাটা খুলে রেখো
নিশি রাতের নেশার আগুন
আমার সারা অঙ্গে মেখে দিও,
তিমির রজনী ভেদিয়া
জোনাকীয়া সঙ্গী করিয়া-
আমি আসবো
তুমি জানালাটা খুলে রেখো,
টলতে টলতে
আবোলতাবোল বলতে বলতে-
আমি আসেবো
তুমি জানালাটা খুলে রেখো,
আলতো পরশে আঁখি দুটি খুলিয়ো
চোখে চোখ রেখে মিষ্টি করে হাসিও-
তুমি জানালাটা খুলে রেখো
আমি আসবো,
বাঁকা চোখে তাকিয়ো
মিষ্টি করে বকিয়ো-
বকুনিতেও হাসবো
আমি আসবো।