গুম হওয়া ভালোবাসা অামার
লাশ হয়ে ফিরে এসেছে
মনোরাজ্যে অঘোষিত কার্ফু;
হৃদপিন্ড যেন স্থবির হয়ে পড়েছে,
মিছিলে হঠাৎ বিষ্ফোরণে...
কলিজা পোড়ার গন্ধ
কালাকানুনে হয়ে পড়েছে
ভালোবাসার সকল দরজা বন্ধ,
বেধড়ক লাঠিপেটায়
ধমনী ভীষন শান্ত
বিচার চাই শ্লোগানে
কন্ঠ হয়ে পড়েছে ক্লান্ত,
বিচারহীনতার হীরক রাজ্যে
বারবার লাশ হয় ভালোবাসা
বুটের তলায় পিষ্ট হয়ে
উবে যায় প্রেমিকের সকল অাশা।