খুশিগুলো সব ঊড়িয়ে দিয়েছি
লালবেলুন হয়ে ঊড়ুক অাকাশে
মেঘের বারিতে ভিজে যদি
হয়ে যায় তা; যা'ক ফ্যাকাসে,
ইচ্ছেগুলো সব সাদা পায়রা
অশান্তিতে ঘুরুক নীলিমার দূরে
বাসনাগুলো না জাগে যেন
ধৈর্য নদীর সাদা বুক চিড়ে,
স্বপ্নগুলো সব হারিয়ে যাক
পাহাড়সম সাগড়ের ঢেউ-এ
জলপোকারা; খেয়ে ফেললে খা'ক
দূরে দাঁড়িয়ে দেখবো চে'য়ে,
কামনাগুলো সব ধমনী ছেড়ে
সপ্তাকাশের কুলে যাক'না ঊড়ে
অামি যেন অামি-ই থাকি
ছুঁতে না পা'ক কোন ঘোরে,
হিসেবগুলো সব গলে পড়ুক
সূর্য ওঠার অনেক অাগে
হেমন্তের অাকাশ কাঁদলে কাঁদুক
কষ্টগুলো থেকে যাক অামার ভাগে।