অতদূরে পৌঁছেনা যতদূরে তুমি
তুমি নীলাকাশ অার অামি ভূমি
দূরপানে চেয়ে ঝাপসা হয় দৃষ্টি
কখনো খরা কখনো অতিবৃষ্টি,
মেঘবারীতে ভিজি চৈত্রতাপে পুড়ি
তবু ভাবি তুমি সারা অাসমান জুড়ি
কখনো নীলে খুঁজি কখনো তারায়
কেবলি দৃষ্টি দূরের নীলে হারায়,
চাওয়াগুলো সব ফিরে অাসে
প্রতিধ্বনি হয় বুকের জমিনে
গোড়া পঁচা পাতারা পরিহাসে
ঝরে পড়ে মনের উঠোনে,
অন্ধের যেমন দৃষ্টি বিলাস
হাতড়িয়ে খুঁজে হারানো কড়ি
তৃপ্তিতে গিলি গরলের গেলাস
শূন্যতার সাথে নিত্য জড়াজড়ি।