এল দ্বারে দুই হাজার অাঠারো
খোলে যাক সতেরো'র সকল গেরো
সংখ্যাটা অাঠারো তপ্ত যৌবনের
জাতির জীবনে হোক ঊর্ধ্ব জয়গানের,
বন্ধ মুখগুলি সব একেএকে খুলে যাক
অাধমরা বোবারা সব দলবেধে চুলায় যাক
ফুলে ফুলে ভরে যাক মোদের প্রিয় স্বদেশ
সাফ-সুতেরো হয়ে যাক হৃদের সমস্ত ক্লেশ,
ভড়ংধারীরা একটু একটু করে লজ্জা পাক
যৌবনধারীরা সদর্পে সামনে এগিয়ে যাক
দেশের দোহাই দিয়ে মিথ্যা বলা হোক বন্ধ
অন্ধের ভানকারীরা সত্যি সত্যি হোক অন্ধ,
হাপিত্যেশে ছোটা বাদে দিগ্বিদিক
সবাই অাপন চড়কায় তেল দিক
মনের খাতায় যে যার দিনলিপি লেখুক
নিজের চেহারাটা নিজ দর্পনে দেখুক,
অাঠারো যৌবনের হোক মানবতার
কল্যান যেথা সে গনতন্ত্রের শ্রেষ্ঠতার
বন্ধ হোক নিত্যনতুন ভড়ং এর বাহার
বিধাতা নিজহাতে নিক ভূমিকা ত্রাতার।