এই করেই কেটে যাক
ধীর হতে অারো ধীরে
চলার এক একটি বাঁক
ভুল পথে ফিরে নীড়ে,
নিত্য জ্বলুক সান্ধ্য বাতি
গৃহে গৃহে জ্বলুক ধূপ
ঝিলের জলে খাদ্যের গতি
পানকৌড়ি দিতে থাক ডুব,
ছুঁয়ে যাকনা এই করেই
ঊড়ন্ত মেঘের শীতল ছায়া
পাতারা সব অভিমানে ঝরেই
বাড়াক মর্মর শব্দের মায়া,
ত্রস্ত পায়ে হাঁটতে পথ
পা ভিজাবে দুর্বার শিশির
মাঝ দুপুরে থামালে রথ
জুড়াবে সুরে কৃঞ্চ বাঁশির,
অহমের দহন নিঃশ্বেস হোক
সুতা কেঁটে যাক মিথ্যের ঘুড়ি
ইচ্ছেরা সব দেবতার ভোগ
শূন্য অামি নিরুদ্দেশে ঊড়ি।