মিছে মিছে ভাঙ্গিওনা ঘুম
পাড়ায় পাড়ায় যদিও পড়ে
প্রেম-নবান্নের ধুম,
খুব কিছু কাজে দেবেনা তোমার
মেকি আশ্বাসগুলো ফিকে হলে আর
ছেঁড়া-তারে সুর অযথা সেঁধোনা
মিছে মরিচিকায় ব্যতিব্যস্ত রেখোনা।
নিঃসীম নিরবতার নির্মল সৌন্দর্যটুকো
শুধুই একমাত্র আমার….
খর্ব করোনা অকারণে
আমার; চুপ থাকার অধিকার।