হরহামেশা যাহা পাই
তাহা নিতে নাহি চাই
অাজি যাহা চিন্তা করি
কালই তাহা ভুলিয়া যাই,
জোড়াতালি দিয়া কেবল
ভেন্না কাঠের নাও গড়াই
নিজের মনে ভূত রাখিয়া
বনে গিয়া ভূত তাড়াই,
দুরু-দুরু বুকে কেবল
উড়ু-উড়ু ডর ডরাই
নিযুত ক্রোশ ছুটিয়া দেখি
পায়ের নিচে তপ্ত কড়াই,
অত বড় বৃক্ষের বড়াই
কিঞ্চিৎ নাহি তার ছায়া
চলেছি পথে ছাতা ছাড়াই
কি হবে নামিলে দেয়া?
ঢেঁকুর তুলিয়া ফিকিরি ফিরিস্তি
পান খাইয়া ধরিয়াছে পাঁক !
পাপের ভারে ডুবিবে কিস্তি
যতই পারোনা তুমি হাঁক।