রেখেঢেকে বলো বন্ধু
দেখে দেখে চলো
যতটুকো সহে বন্ধু
ততটুকো বলো,
যতটুকো হজম হয়
ততটুকো খেও
বদহজমের থাকলে ভয়
পাতে নাহি নিও,
নিজে নিয়ম ভেঙ্গে চলো
পরকে কহ মানতে
নিরিহর কাঁধে চাপায়ে বলো
অতোলা বোঝা টানতে !
দ্বিপ্রহরের গনগনে সূর্য
নিশ্চিত সাঁঝে ডুবে
নিরিহদের ভাঙলে ধৈর্য
তুমি যাবে উবে,
দর্পে তোমার জমিন কাঁপে
দিশেহারা হও ভাবে
মরবে যেদিন কৃত পাপে
শব'টা সেদিন শকুনে খাবে।