পাখি হলে কেমন হয়?
পরিযায়ী পাখি;
বরফ জমা শুরু হলে
সাইবেরিয়া থেকে এশিয়া
বা যেখানে গা সওয়া পরিবেশ,
ডানা-ই তো সম্বল
যেখানে অভয় অাশ্রম, পাখিদের;
ছুঁটে চলা প্রশান্তির অাশায়।
যেথা ধা-ধা করে ছুঁটে অাসা বিষমুখো শেল্
হঠাৎ বুকে বিঁধবেনা, সেথা
যেখানে নিরাশ্রয় পাখিদের অভয়শ্রম;
যে ভূমির মালিকানা অাজো বিধাতার
অসুরের কোন অাইন নাই তাড়াবার,
সেথা; যেথা ডানা সম্বল পাখিদের
বেঁচে থাকার নির্মল অভয়শ্রাম।