একুশ মানে মায়ের অাঁচলে
বর্ণমালাদের লুটোপুটি খাওয়া
প্রিয়াকে মনের মাধুরী মিশিয়ে
বাংলায় 'ভালবাসি' বলতে পাওয়া,
একুশ স্বাধীনতার প্রথম সোপান
রক্তে নাইয়ে পাওয়া জয়ের স্বাদ
একুশ মানে বৈষম্য-বঞ্চনার বিরুদ্ধে
জাগ্রত জনতার মুষ্টিবদ্ধ প্রথম প্রতিবাদ,
একুশ মানে সদ্যোজাত শিশুর
'মা' বলে চিৎকারের অধিকার
একুশ নামক ইতিহাসের গহীন গর্ভে
শোষন-কুশাসনের হয়ে গেছে সৎকার,
একুশ স্বাক্ষী জব্বারদের রক্তে
ধুঁয়ে মুছে সাফ সকল যাতনা
বাংলা অামার বিশ্ব প্রেরণা
বাঙ্গালীর প্রাণে নব দ্যোতনা।