গল্পে গল্পে ঘুমিয়েছো কভূ?
মাঝরাতে আচমকা ঘুম ভাঙ্গলে
ফোন’টা উঠিয়ে দরদী গলায়
গান শুনিয়েছো কভু?
তবে জানবে কি করে-
শুনেছো কি কভু?
ঝড়ে ভাঙ্গে কারো বাসা
পড়ে কাড়ে কারো আশা
নিয়তি হরে কারো দিশা
তবে ভালবাসবে কি করে-
দেখেছো নাকি কভু?
ঘোরপাক খাওয়া স্রোতের শ্যাওলা
শিরশিরে ভাটার টান
নীড়হারা পাখির কলতান
তবে আমাকে চিনবে কি-
কষ্টের চাদর মুড়িয়ে
ঝুম বর্ষার রাতে বড্ড একাকীত্বে
আদর পাবার বৃথা চেষ্টা
করেছো কি কভু?
তবে ভালবাসবে কি করে-
জানো কি আজো?
কে বাঁধে সুর দুঃখের মালায়
জ্বালা’য় যদি তারে না জ্বালায়
কেউ যদি নারে ফেলে হেলায়
তবে আর জানলে কি-