বাতাসের প্রচন্ড গতিবেগ
ঊড়িয়ে এনেছে একখন্ড কালোমেঘ
মাথার উপর;
তারপর-
মেঘের ছায়ায় হারিয়ে যায় নিজের ছায়া
মাঠজুড়ে ছেয়ে যায় অলীক মায়া,
কোন কিশোরের সুঁতো ছেঁড়া ঘুড়ি
চক্কর খেতে খেতে ঊড়ে যায়
বাসাহীন দিশেহারা পাখিসব
ইস্কুলের খুপড়িতে ঠাঁই পায়।
ঝবঝবে বৃষ্টিতে অাধাভেজা চুল
লেপ্টে যাওয়া জামায়
স্পষ্ট হয় শরীরের স্থুল,
চুয়ে পড়া চুলের জলে
জিহ্বায় নোনতা স্বাদ
ঝাপটা হাওয়ায় চিত্র বদলায়
মাঠজুড়ে যেন শুধু কষ্টের অাবাদ,
এবারই প্রথম নয়
অাগেও বহুবার
সয়ে যায় সহজেই
উদ্যোগ নেই মেঘ তাড়াবার।