দিগ্বিজয়ী মূর্খ পাণ্ডিত্য প্রতিভা নেই আমার
পুঁথিগত যদ্যপি নির্বোধ ঈশ্বর রক্তবর্ণ
সমাধানের খোঁজে
আমার মৃতদেহ ফুটপাতে পড়ে থাকে, পোশাক নেই।
চুক্তিবদ্ধ হায়নাদের অনবদ্য শ্রেষ্ঠত্ব ঘোষণা
রক্তে-মাংসে একাকার দেহ, পোশাক ভস্ম।
ব্যাধিগ্রস্থ ক্লান্ত ধরায় কালো চশমায় নর্তৃকী বিবস্ত্র
নিঃসঙ্গ কুটিল যুদ্ধে, শবযাত্রায় আমি একা
ফুটপাতে অজ্ঞাত লাশ, পোশাক চিরকাল বিস্মিত।

অব্যয় ঈশ্বর ডেকে বলে:
ঘুম ঘুম জেগে থাক,পরিচিত শিরা-ধমনী,
অলৌকিক অব্যয়, সত্য ধুয়ে-মুছে যাক।

গোধূলির রক্তবর্ণ উদ্বিগ্ন প্রহরে
শকুনের ঠোঁটে আমার নগ্ন দেহে পেরেক ঢুুকে
শুধু দূর হতে একটি কাক পড়ে থাকতে দেখে চাপাতি
তখন আমি সজ্ঞানে সুখস্মৃতি নিয়ে রক্ত গোলাপ হাতে।
ঈশ্বর আমার সামনে ঈশ্বরীর সাথে সঙ্গমে
ঈশ্বরীর সেই কান্নার শব্দ আমার পূর্বপরিচিত
জ্ঞান হারানোর আগে শুনতে পেয়েছিলাম চাপাতির শব্দ।
০৫.১১.১৫