পরাবাস্তব কোনো আপেক্ষিক স্মৃতিতে তুমি এসেছিলে
কোনো শীতের গোধূলি সন্ধ্যাতে।
মেঘেরা দাঁড়িয়ে ছিলো -অরণ্যশোভিত উপত্যকা ভুলে
তোমাকে ছায়া দিবে এই ভেবে।
আমার উষ্ণ চাহনিতে তোমার এক ঝাঁক মিষ্টি হাসিতে
আমি ভুলে যাই দূরের আকাশের রংধনু -
তোমার ঠোঁট ব্যতীত।
মশাদের গুণগানে ছড়িয়ে পড়া আঁতশবাজিতে
আমি তোমার নৈকট্যে সবুজ শিশির ভেজা ঘাসে।
নিওর সিক্ত তোমার কথোপকথনে আমি ডুবে যাই
চন্দ্রিমাস্নাত সিন্ধুতে।
চোখে ভাসে তোমার সাথে কাটানো রঙিন ফুটেজ -
এই মধ্যরাতে স্বপ্নের ভরদুপুরে!
হে তরুণী,এই মায়া মাখা বেহেস্তের স্বর্ণজলে স্নান ক'রে
তুমি শুভ্র ঋতুর ছাড়পত্রে জমিয়ে দাও আমার উষ্ণ ফুটেজ।
০১.০১.১৬,ক্যাম্পাস