অজানা কোনো ডাকে
বারবার পিছু ফিরে আমি হতাশ
কোনো মমিতে
হাসনাহেনা ফুলের সুগন্ধি দিয়ে
যদি আমি আবার তরুণী হতাম!
স্তনের সেই টানটান উত্তেজনায়,যাতনা খোঁজা কোন যোনিতে
আমি পুনরায় তোমার প্রেমে পড়তাম
ওড়নায় উড়ানো স্তন এবং মাথায় ফুলের মালা জড়িয়ে
তখন অবুঝ ছিলাম,আজ মনে পড়ে তোমার সেই আবদার!
এখন, ফুলের পাপড়িগুলি আছড়ে পরে বালির উপর
দাগ করে দেয় শরীরে রক্ত জমার মতো
পাতানো বিছানায়
সারারাত উত্তাল সমুদ্রের ঢেউ
অনেকটা দাবানলে পুড়ে যাওয়া গাছের মতো
সংক্ষুব্ধ হতে থাকে সারাক্ষণ
আজ এই প্রহরে
অজানা কোনো ডাকে
বারবার পিছু ফিরে আমি হতাশ!