বর্ষার অন্তহীন আকাশ
কালো মেঘে ঢাকা
উগ্র গর্জন আর আলোক ছটা
সঙ্গী করে বাজের শব্দ
একলা বিকালে হাঁটা
হঠাৎ শ্রাবণের রিমঝিম বৃষ্টি
আমায় দেখে মুচকি হাসে..
আমি বৃষ্টিতে ভিজি
যদি কোন কবিতা আসে
শুধুু কি কবিতা,মহাকাব্য ও আসে
রিমঝিম শব্দ সঙ্গীত সৃষ্টি করে
একটানা জল নূপুর খেলা করে
ভিজে যায় কবিতার পান্ডুলিপি
চারদিকে অথই জলধারা
প্রাণের উৎস বাঁচিয়ে রাখে
মত্ত আমি জলের খেলায়
অনুরাগে কবিতা পরলো নূপুর।