শেষ বলে কিছু নেই
       নদীর ধারার মত চলছে সময়
শহর, শহরের মানুষ আর বেঁচে থাকা
           শেষ বলে কিছু হয়না
           শেষ হল শুরুর নামতা।



         শেষ তো অভিমুন্যের চক্রবুহ্য
      সময়ের তালে পরিবর্তন আনে মাত্র
      তোমার হাতে চলতে থাকা চলচিত্র
সাত রঙ্গের ইচ্ছেরা ঘোরে বড় মিথ্যে কথায়
  মধ্যবিত্ত নাটুকে জীবনের জীবন্ত অভিনয়।


              শেষ বলে কিছু নেই
      সময়ের তালে নতুন যন্ত্রনা ধারণ
   শেষ আসলে খোজে আবার বাচার মানে
       দূরত্বের দৌরাত্বে একলা ঠিকানায়
              শেষ বলে কিছু হয়না।