নিষ্পাপ শব্দেরা হারিয়েছে আজ
অয়ন্তিকা, কোন এক বিষাক্ত সাপ___
তোমার খোলা বুক বেয়ে উঠছে জড়িয়ে
জ্যোৎস্নায় সদ্য ভেজানো তোমার ঠোটে
এক ছোবলে স্বপ্ন ভাঙ্গার স্বাদ।
তুমি তলিয়ে যাচ্ছ___
গভীর থেকে গভীর অন্ধকারে।
অয়ন্তিকা, তোমার একমুঠো নিঃশ্বাস
অসংখ্য পিঁপড়ে মস্তিষ্কের স্পন্দনে কামড়াতে থাকে
তুমি ভাবতে থাকো একেকটি স্বপ্ন দেখার গল্প।
নিজের কিছু আর্তনাদ নিজেকেই ভয় পাওয়ায়
তবুও জীবন সম্পর্কের মানে খোজে।
বুক চাপড়ানো বোবা কান্নায় সকাল আসেনা।
অয়ন্তিকা, অসহায় তুমি,
ফিরে যেতে চাও শৈশবের দিনে
ঘন্টা মিনিটের কাঁটা উল্টো ঘোরেনা।
হৃদয়ে কোন উষ্ণ স্পর্শের আশায়
তোমার রাত কাটে অপেক্ষায়।