তোমায় ভাবতে আমি অন্ধকারে
বসে দেখেছি জোনাকির আনাগোনা।
তোমায় খুঁজতে আমি হেঁটেছি
লালমাটি রাঙা মেঠো পথ।
আলেয়ার আলো দেখে
হাতরেছি তোমায় হাজার বছর।
অয়ন্তিকা, তুমি কি জানো?
আজও জীবন যুদ্ধে আমি দেখি
মায়ের ছেঁড়া হলদে শাড়ি,
রঙচটা সেই ভাতের হাড়ি,
পাঁচমাথার মোড়ের সেই অন্ধ ভিখারি মেয়েটা
আজও ফাকা রাস্তায় শূন্যে হাত বাড়ায়।
অয়ন্তিকা, আমি ভুলতে পারিনি
ভুলতে পারিনি ইসকুল মাঠে তাবু খাটানো
হাড় জিরজিরে রিফিউজি মানুষগুলোকে।
ওদের টানেই হয়তো__
একচিলতে রোদ্দুরের খোঁজে শহর পারাপার
হয়তো তোমাকেই খুজি জীর্ণ মানুষগুলোর মাঝে।
তোমার ভালোবাসায় ঠিক হাসি ফোটাব মলিন শহরটাকে।
অয়ন্তিকা, আমার দেওয়া ক্ষতটা না সারিয়ে
ফিরে এসো একবার আমার আষ্টেপৃষ্ঠে জড়ানো
শৈশবটাকে খুজতে।