শব্দ দিয়ে তুমি যতই সাজাও আকাশ
রংতুলি দিয়ে রাঙিয়ে তুলতে পারো
বাহবা পেতে পারো তারাদের কাছে
কিন্তু যখনই চাইবে বুকের শ্বাস
পাবে কি তুমি নির্মল বাতাস ?
একটি তুচ্ছ জিজ্ঞাসা চিহ্ন__
ব্যাপক নাশন হয়ে প্রানবায়ু থামায়,
সাময়িক শোকের অভ্যাস।
জীবন মৃত্যুর মধ্যে হয়তো সেতু বন্ধন
বোঝা যায় বহুচেনা ওই দেবিকা ধ্বনি
সদ্য পদ্মে নতুন শিশির ।
এতবার লেখা হল তোমায়,
তবুও আকাশকে সম্পূর্ণ অচেনা
কোন নতুন উপমা দিয়ে সাজানো হলনা!
বাতাস যখন ঝড়,ধ্বংস,প্রকৃতি সাজায়
আমি এক অচেনা মানুষ__
কবিতার সিঁড়ি ভেঙ্গে শ্মশানে নামি
ছাইভষ্ম দিয়ে আকাশকে রাঙাই
আমার সধ্যকি আমার মৃত্যুকে ফেরাই
কিছুদিন নাহয় ছন্দের বাইরে থেকে
ফিরবো নতুন ছন্দে ।