ফাগুনের মায়াবী বসন্ত
বুকের রক্তে রাঙিয়ে উঠেছিল
বোনের চোক্ষে অশ্রুঝরা সুখ
ভাসিয়েছে বাহান্ন সেই রাজপথ
হিংসাত্মক থাবা থামাতে পারেনি
মায়ের মুখের ভাষা
রক্তাক্ত মায়ের বুকের কোলশূন্য উজারি হাসি
থামাতে পারেনি মাতৃভাষার মুক্ত বিহঙ্গ।
বর্নমালা থেমে যায়নি
থামেনি শফিক-জব্বার-বরকত।
হাসিমাখা রক্তাক্ত বুকে
লিখেছে অমর কাহিনী।
আজও প্রতি কবিতায়
খুজে পাই তোমাদের রক্তের রঙ,
প্রতি অক্ষরে দেখতে পাই
তোমাদের বুলেট ঝাঁঝরা বুক।
ভুলিনি তোমায় একুশে সৈনিক
ভুলবনা কোন দিন।