জীবন যেখানে ভাবনায় থাকে স্বপ্ন দেখার মতো
সেখানে আজ মৃত মানুষের ভীড়
অনেকটা পথ হাটার পর শহরে প্রান্তে মৃত মিছিল।
জীবনের প্রতিটা মোড়ে তখন ট্রাফিক জ্যাম
স্বপ্নের সম্পর্কগুলি পিছোতে পিছোতে
অপেক্ষা করে।
ঘামতে ঘামতে খুঁজতে থাকে গন্তব্যের তুমুল আশ্রয়।
সেখানে আমি ছিলাম,তুমি ছিলে, ছিলো আরও অনেকে
প্রত্যেকের তাড়া এগিয়ে যাওয়ার
বেওয়ারিশ মৃত শরিরে স্বপ্নের অস্তিত্ব
নিজস্ব অবয়বে সাজাতে থাকে একের পর এক।
সম্পর্কে পড়তে থাকে শ্যাওলার স্তর
তোমার আমার মিছিলের সবার উপর।
জীবন দিয়ে চেয়েছিলাম স্বপ্ন
শরতের ভাঙ্গা মেঘে ফিরছে সাদাকালো ছায়াছবি।
অয়ন্তিকা, তোমার স্পর্শে কাশফুলে দোলা
তোমার গন্ধে শিউলি ঝড়ে পড়া
বেশি কিছু তো চাইনি স্বপ্নের কাছে, শুধু চেয়েছি
কেউ একজন থাকুক জিজ্ঞেস কারুক কেমন আছি।