ধর্ষন কোন শব্দ নয়            
নির্লজ্জ বাস্তব অসহায় বুকের নিঃসহায় হাহাকার।
পৌরষের একটা জান্তব প্রতিফলন ধর্ষন শব্দের গায়ে




আমি পুরুষ, পৌরুষতার আরালে আমার বিকৃত মুখ
                 ধর্ষন করবো তোমায়                
খুলে যাবে তোমার লুকোনো শাড়ির ভাঁজের
                     গোলাপী চাঁদ।              
হামলে পড়ব তোমার উপর তাচ্ছিল্যের নির্মমতায়
    খুলে নেব তোমার সবুজ দ্বীপের আবরন।      
আমি পুরুষ, তোমার লজ্জা,তোমার অসন্মান
               ভাবা আমার কাজ নয়।                      
তুমি গোমড়াবে,  চিৎকার করবে ভিতর ভিতর
           পুলিশ ডাকবে না, না মিডিয়া        
              আমার মানসিক তৃপ্তিতে                  
                  তুমি ধর্ষিতা হবে।                    





                ধর্ষন কোন শব্দ নয়                
       এখন আমি তৃপ্ত তুমি মাংসপিন্ড মাত্র    
            আমার মুখে বিশ্ব জয়ের হাসি        
         তোমার শরিরে শুকনো রক্তের দাগ।
             মন ভেঙ্গে টুকরোটুকরো হলেও        
              অস্তিত্ব খুজবেনা কোন দিন।
      তোমায় সার্থক নারীর পরিচয় দিয়েছি।
                 ধর্ষন কোন শব্দ নয়।