একবার অনিবার্য পতনের মুখোমুখি হও
বুঝবে, কতটা বিবশ হলে নরক দর্শন হয় ।
এক দরিয়া লোভের লালায় রসায়িত হও
দেখবে নিজের রক্ত ও কত স্বাদু লাগে।
এক পৃথিবী শত্রু লুকিয়ে দ্যাখো
অনেক আপনজন অদৃশ্য হয়ে যাবে।
একবার নিঃস্বার্থ ভালোবেসে দেখো
বুঝবে-
কেন আমি স্বর্গ বন্ধক রেখে নরক কিনেছিলাম।
_____________