ভাবনা
জানালার পাশে বসেছি আমি
দরজার জামা মুক্ত
আমার ভাবনায় মেতেছি আমি
আমি চীর শুদ্ধ।
লতিকার কান্ড যায় লতিয়ে
মূলটি থাকে স্থির
আমার দেহ বসে থাকে
আমার ভাবনায় বিশ্বজুড়ি।
সাইকেলের চেয়ে বাইক ছোটে
বাইকের গতি তিব্র
আমার মনের ভাবনা ছোটে
প্লেন নামক যন্ত্র।
ভাবছি আমি আপন মনে
উপগ্ৰহ হবো চাঁদের নামে
দেখবো আমি নিজের চোখে
ঘুরবো শুধু পৃথিবীর বুকে।
ভারনার আকাশে উড়ছে পাখি
ধরতে পরেনা কেনো ব্যক্তি
মনের আনন্দে উড়ে বেড়াই
মনের ভাবনা সঙ্গে করি।
কারখানার ওই কলিং বেলে
ভোঁ ভোঁ শব্দ উঠলো জোরে
জানালাতে ঠুকলো মাথা
ভাবনায় নেই কোনো বাস্তপতা।