বসন্তের জাগরমন্ত্র
হরিহর গায়েন

বাতাসে মেখেছে রঙিন সুরভি,
পলাশের গায়ে জ্বলে আগুন-ঝুরি।
মাধবী কানে কানে গোপন ধ্বনি,
আকাশের মঞ্চে নাচে রবি!

পথের কিশলয়ে জাগে শব্দ রা,
বনভূমি ফোটায় ফুলের পদচিহ্ন।
ফুল-পাখির স্বরে অলিখিত গাথা,
বসন্তের ভাষা রহস্যগন্ধ!

ধূলির অণুতে রামধনু জড়িয়ে,
বউটুসি গায়ে রঙিন জাদুকরী।
ফাগুন-পরী হাতে তুলেছে চুরি,
হাওয়া দুলিয়ে মেঘের বাহারি।

দিগন্তে বাজে রবি ঠাকুরের বাঁশি,
সুরে সুরে ঝরে রঙের বৃষ্টি।
বসন্তের জাদুমন্ত্র শুনে,
নবীন পাতা দেয় প্রাণের দৃষ্টি!