টিপ টিপ বৃষ্টি, ঝুমঝুম গান,
নাচছে পাখিরা ডালে খানিক জান!
রঙিন ছাতা খুলে দেখি,
টুপটাপ জল ছিটিয়ে দিল একি!
স্কুলের পথে ছুটছে সবাই,
হাতে বই আর খেলার এলাই।
হাসির রোদে ভাসে আকাশ,
শিশু-কিশোরের স্বপ্ন-সুবাস।
দৌড়-ঝাঁপ আর খেলাধুলা,
গল্প-গানে মজার বুলা!
নতুন সকাল, নতুন আশা,
হাসি খুশির ভালোবাসা!