রক্তে লেখা একুশ আমার,
শহিদের সে অঙ্গীকার।
বাংলা ভাষা মাটির মতো,
স্মৃতির পাতায় অমর তারা।
রাজপথ ভিজল রক্ত ধারায়,
তবু নত হয়নি কণ্ঠরব,
"আমার ভাষা, আমার অধিকার"—
ছিল যে তাঁদের জ্বলন্ত স্বরবর্ণ।
সেই ভাষাতেই মায়ের ডাক,
সেই ভাষাতে স্বপনের গান,
ইংরেজির তকমায় ঢাকা
বাংলা কি আজ হয়েছে ক্লান্ত?
না, বাংলা বেঁচে রবে চিরকাল,
প্রাণে প্রাণে জাগবে আলো,
শ্রদ্ধার মালা আজ তাঁদেরই,
যাঁরা দিলেন ভাষার আলো।
একুশ এলেই স্মরণ করি,
তাঁদের ত্যাগ, তাঁদের গান,
বাংলা আমার অহংকার,
আমার প্রাণের ভাষা বাংলা।