ভালো মানুষ হতে চেষ্টা করিনি।
চেষ্টা করেছি -
যা কিছু সত্য, যা কিছু সুন্দর,
সে প্রদীপ জ্বালাতে।
মিথ্যা সনাতনের শিকল ছিঁড়ে
পা বাড়িয়েছি স্রোতের বিপরীতে ।
ভেঙে যাক বুক, হোক রক্ত নদী
ভাবতে পারিনি কে দেবে সুখ,
কে ফেরাবে মুখ।
প্রশংসার লোভ আর তিরস্কারের ভয়,
কোনটাই আজ আর,
করে না উদ্বেলিত
করে না বিচলিত।
নবজাতকের কাঠগড়া আর,
বীর ঐতিহাসিকের লাল চোখের ভয়
চিরন্তন,
অবিরত অতিতের রোমন্থন।
যেদিন তোমাদের মাঝে আমাকে পাবে না
আর কোনভাবেই -
সেদিন যদি স্রোতের বিপরীতে-
এক পা এগোতে পারো
জানবে সেটাই হবে -
আমার স্মৃতি তর্পন।