তোমার জন্য আকাশ হতে পারি
যদি তুমি মেঘ হও
রামধনু রঙে রাঙাতে পারি
যদি তুমি বৃষ্টি দাও
স্নিগ্ধ জ্যোৎস্না হতে পারি আমি
তুমি খোলা বারান্দায় আসলে
রাত জাগা পাখি হব আমি
তুমি পাশে থাকলে।
জীবনের গান গাইতে পারি
তুমি ইচ্ছে করলে
হতে পারি আমি উত্তম কুমার
তুমি বাইকের পেছনে বসলে।
পাহাড় হয়ে বুকে টেনে নিতে পারি
ঝর্না যদি তুমি হও
হাজার কষ্ট আমি সইতে পারি
যদি আমার হাতে হাত দাও।
রঙিন সন্ধ্যায় হালকা হাওয়া হতে পারি
তুমি নদীর পাড়ে এসে বসলে
নাম না জানা ঘাস ফুল হব
তুমি খোপায় গুঁজতে চাইলে।
পার হতে পারি সাত সমুদ্র
তুমি যদি পাশে থাকো
তোমার হাতের ‘তুলি’ হব আমি
যদি তুমি ছবি আঁক
পাগল ভোমরা হতে পারি আমি
যদি হও তুমি ফুল
তোমায় পেলে ছেড়ে দিতে পারি
সমস্ত জাতি কুল।
তোমার রূপের আলপনা এঁকেছি
আমার মনের আঙিনায়
চন্দ্র সূর্য সাক্ষী আছে
শুধু তোমাকেই চাই
নতুনের পথে এগিয়ে যাব
তুমি একটু খানি কাছে আসলে
সমস্ত যুদ্ধ জিতে যেতে পারি
শুধু তুমি ভালবাসলে।