হৃদয়ে বড় ব্যথা দেয়…
অশ্রু গড়িয়ে এসে চিবুক দেশে পড়ে  
যখন দেখি শত শত মানুষ ঘুরে ছেঁড়া কাপড়ে
হাজার শিশু শুয়ে থাকে ফুতপাতে, আধপেটা কিংবা খালি পেটে
খোলা আকাশের নীচে ছেঁড়া বিছানায় কিংবা মাটিতে।
বিবেকহীন রাজা, সেতো বুঝবে না তাদের মনের ব্যাথা,  
সে তো উপরদিকে তাকিয়ে থাকে, আর ভাবে শকুনের কথা।    
যাদের কাঁধে চড়ে উঠল উপরে,
আজ তারাই উপেক্ষিত জনতা।    

নির্লজ্জের মতো কেউ কেউ বানায় টাকার পাহাড়  
গরীবের রক্ত চুষে ঘুরপথে মনের লালসায়
তারা দেখতে পায় না, শয়তানের ঠুলি পরে আছে চোখে…      
জীর্ণ মানুষ গুলো ভিক্ষা করে রাস্তায় কিংবা দোরে দোরে পেটের জ্বালায়।  

তারা দেখতে পায় না দুঃখী মায়ের আর্তনাদ, ছেলে রোগ শয্যায়    
হাজার রোগীর হাহাকার, হাসপাতাল যেন যমালয়
যমদূতের মতো অ্যাম্বুলেন্সের ভিড় রাস্তায়  
শববাহী গাড়ি বাজায় সাইরেন, যাবে শ্বশান যাত্রায়।  

রাজা মহারাজা দাবা খেলায় ব্যাস্ত…
শকুনির বুদ্ধি লাগায় কাজে রাত দিন বেয়ে
ধর্মের সুড়সুড়ি কর্ণ গুহরে নিপুন ভাবে দিয়ে,    
গুটি সাজায় জীবন্ত কিংবা মরা মানুষের দেহে।  
হৃদয় হয়েছে অনেক ক্ষত বিক্ষত, পুঞ্জিভুত ক্ষোভ;
বেরিয়ে আসুক তপ্ত লাভা আগ্নেয় গিরির মতো  
পুড়ে যাক যত পাপি’দের জঙ্গল,
ধ্বংস হোক কুটিলদের বাসা আছে যত  
জ্বলুক আগুন জনতার বুকে দাবানলের মতো।
============================