নিজেরে বিলায়ে দিয়ে সুখী যেই জন
সেই তো পূজিত হয়, কয় গুণীজন।
ক্ষুদ্র এ জীবন, যেন কচুপাতায় জল
ঢলিয়া পড়িলে রবে, শুধু কর্মফল ।
হেলায় কাটাও কেন, এ জীবন তবে
মরিলে এই ধরাধামে, সবই পড়ে রবে।
যাহা কিছু অর্জিত, এই ধরাধামে
কিছুই রবেনা সেদিন, আর তোমার নামে।
যাহারে আপন ভাব, আপন সে তো নয়
জীবন দিয়েছেন যিনি, তাকে জান নিশ্চয়।
যেমন কর্ম তুমি, করিবে এই ভবে
তেমনি হিসাব পাবে, বিচার যেদিন হবে।
উঁচু নীচু, ভেদা-ভেদ নাহি থাকে যেন
সবার স্রষ্টা এক এই টুকু জেনো।
যাহাকে করিবে ঘৃণা সে পিছে রবে
জেনে রেখো তবে, তুমিও কভু ঘৃণিত হবে।
এসো তবে সবে মিলে, করি সেই কাজ
ছোট বড় হারি জিতি, নাহি কোন লাজ।
ক্ষুধার্ত’কে খাদ্য দিও, তৃষ্ণার্ত’কে জল
এ ভাবেই হয় যেন সবার জীবন সফল।
এই বলে উপদেশ করি সমাপন
সকল মানব যেন, হয় গুনীজন।
=============================================
***।। আজ ৫ই সেপ্টেম্বর, শিক্ষকদিবস (ভারতে)।।***
।।আমার এই “উপদেশ” কবিতাটি সকল শিক্ষকদের পদপাদ্মে শ্রদ্ধাঞ্জলী দিলাম।।
==============================================