মনে গভীরের কিছু কথা
আমি লিখে যায় কবিতায়
নিয়ম ছন্দ দরজা বন্ধ
আমার ঘটে কিছু নাই।  

প্রেমের মাধুরী কিংবা জ্বালা
যদি দাগ কাটে মনে
কলম চলে মনের খেয়ালে
রাস্তা বিনা রনে বনে।

কবি নামে ডাকো তোমরা
তাই আমি কবি হই
যেমন লিখলে কবি হওয়া যায়
আমি তেমন কবি নই।  

এই কবিতার সাগর তীরে
আমি সবে তুলেছি পানি
অনেক কিছু শেখার আছে
তাই যোগ দিয়েছি আমি।  

তবু ভালোবেসে স্নেহের পরশে
যারা দিল এতো সম্মান
তাদের চরণ কমলে জানাই
আমার শত সহস্র প্রনাম।
===============