মন্দিরের মূর্তিকে কহে রাস্তার পাথর  
আমরা রহিলাম পথের ধারে তোমার কেন এতো আদর?  
মন্দিরের মূর্তি কহে ওরে ভাই আমার  
হাজার আঘাত সইতে হয়েছে আমায় জীবনভর
লক্ষ আঘাত সহ্য করেছি তাই আমি মন্দিরের শংকর    
অল্প আঘাতে ভেঙ্গে গেছো তাই তুমি রাস্তার কাঁকর  
=============================
    
শংকর  = শিব, মহাদেব
কাঁকর = ছোট নুড়ি পাথর