পাথর কেটে মূর্তি বানাইলাম
ছিনি হাতুড়ি দিয়ে
তুমি হলে আজ মন্দিরের প্রভু
আমি রহিলাম বাহিরে  

মন্দিরে মোর প্রবেশ নিষেধ
‘দলিত’ তাই অচ্ছুত
প্রভু তোমার অপার লীলা…
পবিত্র  গো’ মুত  

আমার ক্ষেতের সোনার ফসল
খেতে নাই দোষ  
এক আসনে খেতে গেলে
কেন এত আক্রোশ ?

রক্ত যখন নেয় শরীরে
রোগী হাসপাতালে শুয়ে
কয়জন তখন বিচার করে
রক্তটা কোন ভাইয়ের

সবাই তোমার সৃষ্টি প্রভু
কেন এত ভেদাভেদ
জীবন কাটল অচ্ছুত হয়ে  
এটাই আমার খেদ

এই মোর প্রার্থনা প্রভু
কিছু নাহি চাই
তোমার চরণতলে যেন হয়
এই অধমের ঠাঁই

আবার যদি জন্ম দিও প্রভু
এই পৃথিবীর ধরাধামে
সবাইকে তুমি চেতনা দিও
যেন চেনে মানুষ নামে
=============================